Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকাকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২২:৩৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২৩:১৫

শ্রীলংকা সফরের শেষটা দারুণ হলো বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে হারিয়ে দিল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছিল। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও দাপুটে জিতেছে বাংলাদেশ।

আগে বোলিং করতে নেমে শ্রীলংকাকে গুটিয়ে দিয়েছিল ১৩২ রানেই। অনেকদিন পর একাদশে সুযোগ পাওয়া শেখ মাহেদি হাসান একাই চার উইকেট তুলে নিয়ে এতে বড় অবদান রেখেছেন। পরে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে অবদান রাখলেন আরেক তরুণ তানজিদ হাসান তামিম।

৭৩ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন তামিম। যাতে ১৬.৩ ওভারেই শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল লিটন দাসের বাংলাদেশ। লিটনের দারুণ একটা রেকর্ডও হলো। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে দেশের বাহিরে দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল লিটন। এর আগে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছিল লিটনের বাংলাদেশ।

বিজ্ঞাপন

সিরিজ জয়ের সঙ্গে আরেকটা স্বস্তিও পেল বাংলাদেশ। অনেকদিন যাবত ব্যাটিংটা একদমই ভালো হচ্ছিল না বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশি ব্যাটাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার ১৩২ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই ফিরে গেছেন পারভেজ হোসেন ইমন। তবে এরপর অপর ওপেনার তানজিম হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস মিলে দলকে টেনেছেন অনেকদূর।

 লিটন ২৬ বলে ২ চার ১ ছয়ে ৩২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তবে ম্যাচ বাংলাদেশের আয়ত্বে এসেছে এই জুটিতেই। তানজিদ হাসান তামিম একপ্রান্তে রীতিমতো ঝড় তুলেছিলেন। লিটন ফেরার পর  চারে নেমে ধরে খেলেছেন হৃদয়, অন্য দিকে তানজিদ তামিম কচুকাটা করেছেন লংকান বোলারদের।

১৬.৩ ওভারে যখন বাংলাদেশের ৮ উইকেটের জয় নিশ্চিত হলো তখন তামিম ৭৩ রানে অপরাজিত। মাত্র ৪৬ বলে এই রান করার পথে তামিম চার হাঁকিয়েছেন ১টি আর ছক্কা ৬টি। তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন ২৫ বলে ১টি করে চার-ছয়ে ২৭ রান করে।

এর আগে বাংলাদেশের হয়ে দাপুটে বোলিং করেছেন স্পিনার শেখ মাহেদি হাসান। প্রথম ওভাবে প্রথম ধাক্কাটা দিয়েছেন শরিফুল ইসলাম। ফর্মে থাকা কুশল মেন্ডিসকে সীমানায় ক্যাচ বানান শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারে আক্রমণে ডাকা হয় শেখ মাহেদিকে। আক্রমণে এসে নিজের প্রথম ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে ফেরান মাহেদি।

মাহেদির দারুণ টার্ন বল বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছেন পেরেরা। নিজের পরের ওভারে দিনেশ চান্ডিমালকে ফেরান মাহেদি। মাহেদির বলে বিগ শট গেলে বল আকাশে তুলে দেন অনেকদিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া চান্ডিমাল। ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক চারিথ আশালাঙ্কাকে রীতিমতো বোকা বানিয়ে বোল্ড করেছেন মাহেদি। মাহেদির দারুণ টার্ন বল বুঝতেই পারেননি আশালাঙ্কা। ৪৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা।

এরপর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় কাটা হয়ে থাকা পাথুম নিশাঙ্কাকেও ফিরিয়েছেন শেখ মাহেদি। নিজের শেষ ওভারে কট অ্যান্ড বোল্ড করে নিশাঙ্কাকে ফেরান মাহেদি। নিশাঙ্কা শ্রীলংকার পক্ষে ৩৯ বলে ৪টি চারে ৪৬ রান করেছেন।

এরপর কামিন্ডু মেন্ডিস ও দাশুন শানাকা মিলে শ্রীলংকাকে একশ ত্রিশের ওপারে নিয়েছেন। শরিফুল ইসলামের করা ইনিংসের শেষ ওভার থেকেই ২২ রান তোলা শানাকা শেষ পর্যন্ত ২৫ বলে ৪টি চার ২টি ছক্কায় ৩৫ রানে অপরাজিত ছিলেন। এর আগে এক চার এক ছয়ে ১৫ বলে ২১ রান করে আউট হন কামিন্ডু মেন্ডিস।

বাংলাদেশের হয়ে শেখ মাহেদি ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। মাহেদি একটা মেডেন ওভারও করেছেন।  মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৭ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। শামীম পাটোয়ারী ২ ওভারে ১০ রান খরচায় ১টি ও শরিফুল ৪ ওভারে ৫০ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

সারাবাংলা/এসএইচএস

তানজিদ হাসান তামিম বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর