সারাবাংলা ডেস্ক
এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৪১তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে অ্যাথলেটদের মিলন মেলা। শনিবার (২৪ ডিসেম্বর) এবারের আসরে দ্বিতীয় দিনে জ্যাভলিন থ্রো-তে নতুন জাতীয় রের্কড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ মনিরুজ্জামান। তার দূরত্ব ছিল ৬৪.০৫ মিটার পূর্বের রের্কড ছিল ১৯৯০ সালে, চট্রগ্রামে মোঃ রাশেদুজ্জামানের। তার দূরত্ব ছিল ৬৩.৭৪ মিটার।
তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় দ্বিতীয় দিনে সর্বমোট ২২টি ইভেন্ট শেষ হয়েছে। ১০টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ সহ মোট ৩০ পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিযোগিতার পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।
বাংলাদেশ নৌবাহিনী ১০টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ সহ মোট ২২টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে। ১টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ সহ মোট ৮টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ জেল।
সারাবাংলা/এমআরপি