গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ওপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের নিহতের খবর পাওয়া গেছে, আহত দেড় শতাধীক। এমন ভয়াবহ ঘটনায় সারা দেশ স্তব্ধ। আজ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৬টায়। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মাঠে দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে দর্শকরা, কর্মকর্তারা এবং প্রেসবক্সে ক্রীড়া সাংবাদিকরা সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
আগেই ঘোষণা করা হয়েছিল, আজকের ম্যাচে গ্যালারিতে কোনো মিউজিক বাজানো হবে না। সকল খেলোয়াড় কালো ব্যাচ পরে খেলবেন।
টসের পর উত্তরা বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, গতকাল যা ঘটেছে, তা আমাদের জন্য খুব কঠিন ছিল। এটা মেনে নেওয়া সহজ নয়। আজ আমরা ভারাক্রান্ত হৃদয়ে খেলতে নামছি। আমি নিজেও একজন অভিভাবক, তাই এই অনুভূতি ভালোভাবেই বুঝতে পারি। সবাই ভীষণ মর্মাহত, খুবই আবেগপ্রবণ এই মুহূর্তে। এখন আমাদের যা করার, তা হলো প্রার্থনা করা। ম্যাচের দিক থেকে বললে, সিরিজ জেতার জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব এবং গতি ধরে রাখব। উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, প্রথমে ব্যাট করতে আমার কোনো সমস্যা নেই। দেখা যাক, স্কোরবোর্ডে কত রান তুলতে পারি। আজ আমাদের দলে দুই পরিবর্তন এসেছে—তাসকিন আর তামিম খেলছে না। নাইম আর শরীফুল দলে ফিরেছে।’