Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের আগে একটা সিরিজ চান লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৫:৪০ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০২:১৪

গতকাল শেষ হয়েছে পাকিস্তান সিরিজ। এই সিরিজের পরপরই ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। রাজনৈতিক কারণেই ভারতের এমন সিদ্ধান্ত বলছেন অনেকে। ভারতের হঠাৎ ‘না’ বলাতে বাংলাদেশ দলের বড় বিরতিতে পরার শঙ্কা।

শোনা যাচ্ছে, এশিয়া কাপ মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বরে। তার কার্যত খেলা নেই বাংলাদেশের। এতো বড় বিরতিকে ভালো মনে করছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

কাল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর লিটন বলেছেন, এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজন করতে পারলে ভালো হয়।

বিজ্ঞাপন

লিটন বলেন, ‘এশিয়া কাপের আগে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। কারণ বড় গ্যাপ হয়ে গেল ক্রিকেটারদের জন্য মানিয়ে নিতে সমস্যা। আমরা হয়ত একটা ক্যাম্প করব। ক্যাম্প হলে বা সিরিজ হলে আমাদের এশিয়া কাপের জন্য প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশ টি-টোয়েন্টিতে টানা দুই সিরিজ জিতল। এর আগে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল লিটন দাসের দল। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও জিতল ২-১ ব্যবধানে। তার আগের দুই সিরিজ অবশ্য গেছে ভুলে যাওয়ার মতোই। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল।

কিভাবে এই ঘুরে দাঁড়ানো, এমন প্রশ্নে লিটন বলেছেন, ‘আমরা পাকিস্তান বা ইউএইতে খেলেছি, যেখানে তাসকিন-মুস্তাফিজকে পাইনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা সামর্থ্যবান। কতটা বিধ্বংসী হতে পারে। একইসঙ্গে আমরাও ভালো ক্রিকেট খেলিনি। পরের দুই সিরিজে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে আমাদের ফুল সেটাপ নিয়ে খেলতে পেরেছি। ভালোও করতে পেরেছি। আমাদের এই বিশ্বাস থাকবে।’

সারাবাংলা/এসএইচএস

লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর