Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২০:৫২

গত বছর অনেকটা তাড়াহুড়া করে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। এবার এনসিএল শুরু হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

গতবার একটা ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছিল এনসিএল। কিন্তু এবার টুর্নামেন্ট হবে তিন ভেন্যুতে। গত আসরের মতো এবারও আট বিভাগের ৮টি দল থাকবে এনসিএলে।

রোববার (২৭ জুলাই) এমন কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, ‘গতবার খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’

বিজ্ঞাপন

টুর্নামেন্টের এবারের আসরটি কবে মাঠে গড়াবে এমন প্রশ্নে মিনহাজুল আবেদিন বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।’

উল্লেখ্য, গত বছর টুর্নামেন্টের প্রথম আসরেই আইসিসি কর্তৃক প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে স্বীকৃতি পেয়েছে এনসিএল।

সারাবাংলা/এসএইচএস

এনসিএল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর