উরুগুয়ের ভয় সুয়ারেজ ও কাভানি
৩ জুলাই ২০১৮ ১৮:২০
।। স্পোর্টস ডেস্ক ।।
পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে, একটা শঙ্কা ভর করেছে নীল শিবিরে। ইঞ্জুরিতে পড়েছে দলের সেরা দুই স্ট্রাইকার এডিসন কাভানি ও লুইস সুয়ারেজ।
পায়ের ইঞ্জুরির কারণে বার্সার তারকাকে আজ অনুশীলন চলাকালীন সুয়ারেজকে সাইডলাইনে বসতে হয়েছে। অন্যদিকে পর্তুগালদের বিপক্ষে জোড়া গোল করা পিএসজি তারকা কাভানিও আছেন অনুশীলনের বাইরে।
তবে, তাদের দু’জনকে নিয়ে পুনর্বাসনের চেষ্টা চলছে। মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে শেষ চারে ওঠার লড়াইয়ে নামবে উরুগুয়ে।
দুই প্রধান খেলোয়াড়ের ইঞ্জুরি সমস্যা ভাবাতে পারে দলের কোচ অস্কার তাভারেজ। মাথা ব্যথার কারণ হতে চলেছে এই ইঞ্জুরি। কোচ ইতিবাচক তথ্য পেয়েছে ইঞ্জুরি সংক্রান্ত। কাভানি পেশিতে সেভাবে বড় ইঞ্জুরিতে পড়েন নি যার কারণে টুর্নামেন্টের বাইরে থাকতে হবে।
উরুগুয়ের ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, কাভানি ব্যথার মধ্যে পুরো গ্রুপের বাইরে অনুশীলন করছেন এবং পুনর্বাসন নিচ্ছেন। আশা করছি খেলতে পারবেন তিনি।
সারাবাংলা/জেএইচ