Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিন বললেন— গুজবে কান দিবেন না

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২৩:০৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২৩:১২

পাকিস্তান সিরিজের পর বাংলাদেশি ক্রিকেটাররা আপাতত বিরতি পেয়েছেন। তবে আজ মাঠের বাহিরের ঘটনায় হঠাৎ শোরগোল ক্রিকেটপাড়ায়। মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদের নামে।

পরে ঘটনা অস্বীকার করেছেন তাসকিন। জানা গেছে, অভিযোগকারী পরে অভিযোগ প্রত্যাহারের জন্য থানায় গিয়েছিলেন। এদিকে, তাসকিন আহমেদের নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন। তার নামে উঠা উভিযোগ অস্বীকার করে তাসকিন লিখেছেন- গুজবে কান দিবেন না।

নিজের ফেসবুক পেজে তাসকিন লিখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত))। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’

বিজ্ঞাপন

ঘটনা গতকাল রাতে। রাতে মিরপুর মডেল থানায় গিয়ে তাসকিন আহমেদের নামে মারধর ও হুমকির অভিযোগ করেন এক যুবক। জানা যায়, তিনি তাসকিনের ছোট বেলার বন্ধু।

অভিযোগে বলা হয়, রাতে ফোন করে ডেকে নিয়ে সিফাতুর রহমান সৌরভ নামের যুবককে কিল-ঘুষি মেরেছেন তাসকিন এবং হুমকি দিয়েছেন। তবে ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযোগকারী থানায় গিয়ে অভিযোগ তুলে নেওয়ার কথা বলেন।

এদিকে তাসকিন গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি পুরোপুর গুজব এবং অভিযোগকারী তাকে ফোন করে দুঃখ প্রকাশ করছেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলেও জানান তাসকিন।

এর আগে তাসকিন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

তাসকিন আরও বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

উল্লেখ্য, গত ২৪ জুলাই মিরপুরে সর্বশেষ ম্যাচ খেলেছেন তাসকিন। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ওই ম্যাচে দারুণ পারফর্মও করেছিলেন তারকা পেসার।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর