Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটে ফেরা বিষয়ে যা জানালেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৯:৩১ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:৩২

লাহোরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তামিম ইকবাল

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া  ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন তামিম ইকবাল। কিন্তু মার্চে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় বড় ধরনের অসুস্থ হয়ে পড়েন তামিম। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের। তারপর থেকেই মাঠের বাহিরে তামিম।

যেমন অসুস্থ হয়েছিলেন তাতে তামিম আদৌ আর মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে তামিম এখন সুস্থ হয়ে উঠেছেন। ক্রিকেটে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ফেরার জন্য টার্গেট করছেন তিনি। বিপিএলের আগে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে সাবেক অধিনায়ক বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’

এনসিএলের কয়েকটা ম্যাচেও মাঠে নামার চেষ্টা আছে তার বলেছেন তামিম, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

ক্রিকেট ছেড়ে তামিমের ক্রিকেট প্রশাসনে আসার আলোচনা শোনা গেছে। বোর্ডের পরিচালক হিসেবেও তামিমের নাম শোনা গেছে। তবে তামিমের কথায় বুঝা গেল এখনই ক্রিকেট পুরোপুরি ছাড়ার ইচ্ছে নেই তার।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর