Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের আচরণবিধি শেখাতে কর্মশালা করবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৫:০৪

মারধরের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে বেশ হইচই পরে যায় ক্রিকেটাঙ্গনে। এদিকে, এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের আচরণবিধি শেখাতে এক কর্মসূচীর ব্যবস্থা করার কথা ভাবছে।

তারকা ক্রিকেটাররা শুধুই ক্রিকেটার নয়, দেশের বহু তরুণের আইডলও। ফলে তাদের কোন ধরনের আচরণ করা উচিত, কোন ধরনের আচরণ পরিহার করা উচিত, এড়িয়ে চলা উচিত তা শেখানো হবে কর্মশালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু। এই কর্মশালা আগস্টে আয়োজনের চিন্তা বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে ছোট একটি ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, তারা কী করতে পারবে আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের আদর্শ। ভক্তদের প্রতি তাদেরও কিছু দায়িত্ব আছে।’

তাসকিন আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ সেক্ষেত্রে বিসিবি কোনো ব্যবস্থা নিবে কিনা এমন প্রশ্নে মিঠু বলেন, ‘আগে দেখি তাসকিনকে নিয়ে অভিযোগ সত্যি কি না। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্তও চলছে। ফলে এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়।’

বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসকিন বলেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। একটি জিডি হয়েছে, এখন পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর