Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ফুটবলারদের জন্য তিন বিদেশি কোচ আনছে বাফুফে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:৫৪

দেশের নারী ফুটবলে জয়জয়কার চলছে। কদিন আগে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পারফর্ম করে যাচ্ছে নিয়মিত। এতো সাফল্যে নারী দলকে নিয়ে আরও বড় পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। নারী দলের জন্য আরও তিন বিদেশি কোচ আনছে বাফুফে।

নারী দলের হেড কোচ পিটার বাটলার নিজেও বিদেশি কোচ। তার সঙ্গে একজন গোলরক্ষক কোচ, একজন সহকারী কোচ এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য একজন ট্রেনার আনার চিন্তা বাফুফের। ইতোমধ্যেই কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাফুফে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘আমি তিনটি জায়গা নিয়ে এরই মধ্যে সভাপতি তাবিথ আউয়ালের সাথে কথা বলেছি। আমাদের একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার দরকার। এই তিনজনই হবেন বিদেশি। সভাপতিকে জানানোর পর তিনি আমাকে দেখতে বলেছেন কোথা থেকে কাদের নিয়োগ দেওয়া যায়। আমি দেখছি নতুন তিন বিদেশি ঠিক করার বিষয়টি।’

বিজ্ঞাপন

তিনজন বিদেশি কোচ আনা হলেও বর্তমান কোচিং স্টাফ থেকে কাউকে ছাটাই করা হবে না বলেছেন কিরণ। তিনি বলেন, ‘এখন যারা আছেন, তাদের কাউকেই বাদ দেওয়া হবে না। কোচিং স্টাফে নতুন করে বিদেশি যোগ হবেন। এদের রেখেই নতুন তিনজন নিয়োগ দেওয়ার জন্য একমাস আগেই সভাপতিকে প্রস্তাব দিয়েছি। তখন সভাপতি আমাকেই বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন। এরই মধ্যে আমি একজন ট্রেনারের বায়োডাটা সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি সেটা দেখছেন।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পরবর্তী আসর। এশিয়া কাপকে সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে নারী দলের পুরোদমে অনুশীলন করা হবে। অনুশীলনে যেন কোনো কিছু ঘাটতি না থাকে সেভাবে এগুচ্ছে বাফুফে, বলেছেন কিরণ।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর