Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্ত অধিনায়ক হিসেবে কেমন ছিলেন?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৩:০৮

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের যখন শেষের ডাক শোনা যাচ্ছিল তখন থেকেই পরবর্তী প্রজন্মের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে তৈরি করা হচ্ছিল। একটা সময় শান্তর কাঁধেই তিন ফরম্যাটের নেতৃত্ব উঠে। তবে সেটা অনেকদিন স্থায়ী হয়নি।

গত বছরের শেষ দিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়েন শান্ত। এরপর জুন-জুলাইয়ে শ্রীলংকা সফরের আগে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সড়িয়ে দেওয়া হয়। সেই সফরে টেস্ট সিরিজ শেষে শান্ত জানিয়ে দেন তিনি টেস্টের নেতৃত্বও ছাড়তে চান। এক দলে তিনজন অধিনায়কের কাজ করা কঠিন, এমন কথা বলে টেস্টের নেতৃত্ব ছেড়েছিলেন শান্ত।

বিজ্ঞাপন

তরুণ এই অধিনায়ক নেতৃত্বভার কিভাবে সামলেছেন, অধিনায়ক হিসেবে কেমন ছিলেন শান্ত? অনেকদিন শান্তর নেতৃত্বে খেলা তরুণ স্পিনার নাঈম হাসান শান্তর অধিনায়কত্ব নিয়ে মুগ্ধতা জানালেন। বলেছেন, অধিনায়ক হিসেবে শান্ত ভালো ছিলেন।

শান্তর নেতৃত্ব সম্পর্কে নাঈম হাসান বলেন, ‘উনি (শান্ত) অনেক ভালো অধিনায়ক। খেলা নিয়ে অনেক চিন্তা করেন। অধিনায়কত্ব কিন্তু সহজ কাজ না। আমি একজন খেলোয়াড় হয়ে কেবল দলে নিজের ভূমিকা নিয়ে ভাবি। কিন্তু অধিনায়কের পুরো দল, কন্ডিশন ও প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করতে হয়।’

একজন অধিনায়ককে মাঠে এবং মাঠের বাহিরের অনেক পরিস্থিতিই মোকাবিলা করতে হয়। শান্ত দারুণভাবে তা করতেও পারতেন বলেছেন নাঈম। তিনি বলেন, ‘অধিনায়কত্ব অনেক কঠিন ব্যাপার। কিন্তু উনি অনেক ভালোভাবে তা হ্যান্ডেল করেছেন। সবাইকে একসঙ্গে রেখেছেন। উনার অধীনে অনেকগুলো ম্যাচ জিতেছে বাংলাদেশ।’

উল্লেখ্য, শান্ত নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আর ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। টেস্ট দলের অধিনায়ক হিসেবে এখনো কাউকে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সারাবাংলা/এসএইচএস

নাঈম হাসান নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর