Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরলেও হারাতে পারেনি বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২২:৪০ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ০২:৪১

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ জয় পাওয়া বাংলাদেশ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ৫ উইকেটে।

আগে ব্যাটিং করে ১৭৫ রান তোলে বাংলাদেশ। পরে এই রান নিয়েই প্রোটিয়াদের চেপে ধরেছিল। শেষ পর্যন্ত জয় অবশ্য মিলেনি। ৫ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই জয়ে চার  ম্যাচের ৩টিতে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে পয়েন্টি টেবিলের শীর্ষে। ৩ ম্যাচের ২টিতে জয় পাওয়া বাংলাদেশ টেবিলে সবার নিচে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে ১৭৫ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট পেয়েছিল বাংলাদেশ। প্রোটিয়া ওপেনার ডরিচ ভন শালকউইকে ব্যক্তিগত ৬ রানেই পিছিয়েছেন আল ফাহাদ। তবে এরপর যে জুটিটা হয়েছে সেটাই বাংলাদেশকে ম্যাচ থেকে দূরে সড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

একটা সময় প্রোটিয়াদের স্কোর ছিল ২ উইকেটে ১৪১ রান। তবে তারপর মাত্র ১৮ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। অবশ্য শেষ দিকে হিসেব মিলাতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ২১ রানের দারুণ একটা ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন ভিহান প্রিটোরিয়াস। তার আগে মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানা করেন ৫৭ রান।

এর আগে বাংলাদেশের ১৭৫ রানে বড় অবদান অধিনায়ক আজিজুল হক তামিমের। আজ বাংলাদেশের পক্ষে বলার মতো রান করতে পেরেছেন কেবল অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। এরপর আজিজুল হাকিমের সঙ্গে জুটি গড়েন রিজান হোসেন। দুজনের জুটি বেশিদূর না এগুলেও একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন দুজন।

রিজন হোসেন ৩৮ বলে ১৭ রান করলে এই জুটি ভাঙে। এরপর আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশি যুবারা। কালাম সিদ্দিকি ৬১ বল খেলে ৩টি চার ১টি ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন। আজিজুল হাকিম তামিম ৮১ বলে ৫টি  চার ২টি ছক্কায় ৫৯ রানে আউট হয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর