Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল অনুষ্ঠিত হবে বগুড়া, সিলেট ও রাজশাহীতে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৯:২৭

আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঢাকার বাহিরে তিন শহরে। সিলেট, রাজশাহী ও বগুড়াতে অনুষ্ঠিত হবে এনসিএলের ম্যাচগুলো। সারাদেশ জুড়ে ক্রিকেট আয়োজনের লক্ষ্যে এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আগামী এনসিএলের সেমিফাইনাল ও ফাইনাল দ্বিবারাত্রীতে আয়োজনের কথাও ভাবছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এনসিএলের ভেন্যু নির্ধারণ নিয়ে আকরম খান বলেছেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট—এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

আকরাম খান বলেন, ‘আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’

গত বছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রথম আসরটিই বেশ সাড়া ফেলেছিল। বিপিএল শুরুর আগে আয়োজিত এই টুর্নামেন্টকে বলা হচ্ছিল বিপিএলের প্রস্তুতি। এবার অবশ্য বিপিএলের অনেক আগেই মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি।

সারাবাংলা/এসএইচএস

এনসিএল বিসিবি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর