Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৯:৪১

ভারতে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত চারটি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা—যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের সূচিতেও।

সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ নারী দলের। একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল।

বাংলাদেশ নারী দল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ২ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শ্রীলংকার কলম্বোতে। গ্রুপ পর্বে বাকি পাঁচটি ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে হবে, যার শেষটি হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনো রাজ্য সরকারের কাছ থেকে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক অনুমতি পায়নি। তার কারণ, চলতি বছরের জুনে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদ্‌যাপনকালে পদদলিত হয়ে ১১ জন দর্শকের মৃত্যুর ঘটনা, যা বর্তমানে আদালতের তদন্তাধীন।

এ অবস্থায় কর্ণাটক সরকার এখনো বিশ্বকাপ ম্যাচ আয়োজন বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। কদিন আগে স্থানীয় মহারাজা কাপ টি-টি-টোয়েন্টি টুর্নামেন্ট বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়েছে মহীশুরে। ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত বিশ্বকাপ ম্যাচগুলো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এদিকে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়ে অনুমতি চেয়েছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। এখনো তারা না বলেনি। যদি অনুমতি দেওয়ার নীতিই না থাকত, তাহলে তারা মহীশুরে মহারাজা কাপের অনুমতি দিত না। তাই আমরা অপেক্ষা করছি। এখনো কিছুটা সময় আছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি।’

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর