সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার।
গত আইপিএলের শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। দুবাই ক্যাপিটালস ও দিল্লি ক্যাপিটালস দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা একই। সেই সূত্রেই ডাক পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, ইংল্যান্ডের লুক উডের বদলে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা।
তবে মোস্তাফিজকে দলে নিলেও বাংলাদেশি পেসার খেলতে পারবেন কিনা তা নিয়ে এখন থেকেই শঙ্কা তৈরি হয়েছে। আগামী আইএল টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা রয়েছে ২ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ৪ জানুয়ারী। সেই একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) মাঠে গড়ানোর কথা রয়েছে। মোস্তাফিজ বিপিএল রেখে আইএলে খেলতে যাবেন কিনা সেটাই দেখার বিষয়।
আইএল টি-টোয়েন্টি লিগে এবারই প্রথম ডাক পেলেন মোস্তাফিজ। এর আগে তিনটি বিদেশি লিগ খেলেছেন বাংলাদেশি পেসার- ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল ও শ্রীলংকার লঙ্কা প্রিমিয়ার লিগ।
মোস্তাফিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ ভালোই সমৃদ্ধ। এখন পর্যন্ত ২৮৯টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ওভারপ্রতি ৭.৪৫ রান খরচ করে উইকেট নিয়েছেন ৩৬২টি। বাংলাদেশের হয়ে ১১১ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৩৯টি।