Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়ক তামিমের প্রশংসায় পঞ্চমুখ কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৫:১২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০৯:৪৫

জিম্বাবুয়েতে দাপট দেখিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের তৃতীয় দল ছিল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়াদের দুবার হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। সিরিজের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই  নজড়কাড়া পারফর্ম করেছেন বাংলাদেশি তরুণরা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্ব নিয়েও প্রশংসা হয়েছে। তামিমের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করলেন যুব দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজও।

নাভিদের চোখে তামিম একজন ভালো নেতা, ‘তামিম একজন ভালো নেতা এবং সে গত এক বছর বা তার বেশি সময় ধরে তা দেখিয়েছে যে সে দলটিকে ভালোভাবে নেতৃত্ব দিতে সক্ষম এবং সে খুবই দক্ষ।’

বিজ্ঞাপন

এই সিরিজ খেলতে কম ধকল পোহাতে হয়নি বাংলাদেশি যুবাদের। ভিন্ন ভিন্ন ভেন্যুতে পরপর ম্যাচ। ফলে ভ্রমণ ক্লান্তিটাই ছিল বেশি। তবুও ভালো পারফর্ম করেছেন ছেলেরা। নাভিদ নেওয়াজ স্বাভাবিক ভাবেই খুশি।

বলেছেন, ‘আমি মনে করি একটি দল হিসেবে আমরা সত্যিই খুব ভালো পারফর্ম করেছি। এটা একটা দীর্ঘ, ক্লান্তিকর সফর ছিল। আমরা ৩০ দিনের মধ্যে ১১টি ম্যাচ খেলেছি, তাই এটা সহজ ছিল না। সমস্ত ভ্রমণ, ক্রিকেট এবং প্রশিক্ষণ এবং এই সমস্ত কিছুর সাথে, এটি একটি কঠিন সফর ছিল।’

‘সাউথ আফ্রিকার মাটিতে বিভিন্ন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া, জিম্বাবুয়েতে যাওয়া; সেখানকার পরিস্থিতি সাউথ আফ্রিকার থেকে বেশ ভিন্ন ছিল। তাই আমি মনে করি ছেলেরা সত্যিই ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং মূল বিষয় ছিল যে আমরা দেখেছি বিভিন্ন খেলোয়াড়রা যখন পরিস্থিতি তৈরি হয়েছে তখন দায়িত্ব নিয়েছে, তাই এটা দেখতে সত্যিই ভালো লেগেছে।’- যোগ করেছেন তিনি।

এখন আরও বেশি পরিশ্রম ও পরিকল্পনা করে এগুনোতে চোখ নাভিদ। লংকান এই কোচ বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী মানুষ নই। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। তাই আমি মনে করি ছেলেরা গত এক বছর বা তার বেশি সময়ে অনেক পরিশ্রম করেছে। আর এখন আমি মনে করি আমাদের বসে পরিকল্পনা করার এবং আমরা যে বিকল্পগুলো নিচ্ছি সেগুলোতে স্মার্ট হওয়ার এবং আগামী ছয় মাসে একটি ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল