Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২২:৪৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২২:৫২

আসন্ন এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, এটা আগেই নিশ্চিত হয়েছিল। এবার সেই সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে মোট ম্যাচ ৬টি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আজ শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে প্রথমে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর। বাকি দুই ম্যাচ যথাক্রমে- ৪ ও ৬ অক্টোবর। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৯ অক্টোবর। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে উচ্ছ্বাসিত আফগানি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’

উল্লেখ্য, এই সিরিজের আগে এশিয়া কাপেও মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সংযুক্ত আরব আমিরাতেই ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও আফগানিস্তান পরেছে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে। তাতে ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ