Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপাল জাতীয় দলকে উড়িয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২৩:২৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২৩:৩৩

অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাট-বল দুই বিভাগেই দারুণ পারফর্ম দেখিয়ে নেপাল জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

শুরুতে ওপেনার জিসান আলম ও মাঝের ওভারগুলোতে আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিংয়ে ১৮৬ রান তোলে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ‘এ’। পরে বোলিংয়েও প্রতিপক্ষকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে নেপাল জাতীয় দলকে আটকে দিয়েছে ১৫৪ রানেই।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের (পাকিস্তান শাহিনস) বিপক্ষে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচের এই দারুণ জয় নিশ্চিয় আত্মবিশ্বাসী করবে নুরুল হাসান সোহানদের। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দল, নেপাল জাতীয় দল ও অস্ট্রেলিয়ার কয়েকটি ক্লাব অংশ নিচ্ছে। গতবারের রানার্সআপ বাংলাদেশ ‘এ’ এবারও টুর্নামেন্টে বেশ শক্ত প্রতিপক্ষ।

আজ শনিবার (১৬ আগস্ট) আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের সূচনাটা হয়েছিল দাপুটে। পাওয়ার প্লেতে ৫৩ রান এনে দেন দুই ওপেনার জিসান আলম ও নাঈম শেখ। নাঈম শেখ ১৮ বলে ২৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তিনে নেমে সাইফ হাসান আজ সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ১১ বলে ১১ রান করে।

তবে অপর ওপেনার জিসান আলম শুরু থেকেই ব্যাটে ঝড় অব্যাহত রাখেন। মিডল অর্ডারে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন। জিসান শেষ পর্যন্ত আউট হয়েছেন ব্যক্তিগত ৭৩ রানে। ৪৬ বল খেলে ৪টি চার ৫টি ছয়ে এই রান করেছেন তিনি। আফিফ ২৩ বলে ৯টি চারের সাহায্যে ৪৮ রানে অপরাজিত ছিলেন।

তবে ইনিংসের শেষ দিকে নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন প্রত্যাশা মতো রান তুলতে ব্যর্থ। সোহান ৫ রান করেছেন ১১ বল খেলে। অঙ্কন ৭ বলে ৭ রান করে আউট হয়েছেন। যাতে দারুণ শুরুর পরও শেষ পর্যন্ত দুইশ হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে থেমেছে বাংলাদেশ ‘এ’।

পরে বোলিং করতে নেমে দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। পঞ্চম ওভারে আরেক উইকেট এনে দেন স্পিনার রকিবুল হাসান। ইনিংসের দশম ওভারে হ্যাটট্রিকের সম্ভবনাও জাগিয়েছিলেন তরুণ স্পিনার।

পরপর দুই বলে এলবিডব্লিউ করেন দীপন্দ্র সিং ঐরী ও গুলশান ঝা’কে। হ্যাটট্রিক অবশ্য পাননি রকিবুল। তবে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে নেপালের কোমড় ভেঙে দিয়েছেন। হাসান ৩৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। নিয়মিত উইকেট হারানো নেপাল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে গিয়ে থেমেছে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ‘এ’ দল