Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচ পর ফের হারল ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২৩:৫০ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০২:৫০

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে হারের পর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এই জয়ের সুখস্মৃতিটা বেশি সময় স্থায়ী হলে না। আজ ফের হেরেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্করচার্সের একাডেমি দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সেই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে বাংলাদেশের তরুণরা হারল দুই ম্যাচ আর জয় একটিতে। ১১ দলের এই টুর্নামেন্টে লিগ পর্বে একে অপরের বিপক্ষে ৬টি করে ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনাল।

বিজ্ঞাপন

টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ আজ হেরেছে ব্যাটিং ব্যর্থতার কারণেই। আগে ব্যাটিং করতে নেমে এক আফিফ হোসেন ধ্রুব ছাড়া কেউই বাংলাদেশের পক্ষে বলার মতো রান তুলতে পারেননি।

আগের ম্যাচে ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকা আফিফ আজ ৪৯ বলে অপরাজিত ৪২ রানে। অন্যদের কেউ ২০ রানও পেরুতে পারেননি। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। যাতে সেট হয়েও বড় শট খেলতে পারেননি আফিফ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থেমেছে বাংলাদেশ।

পরে জবাব দিতে নেমে দুই ওভার আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ফেলেছে পার্থ স্করচার্সের একাডেমি দল। পাওয়ার প্লেতে ৩৬ রান খরচায় দুটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পঞ্চাশের আগেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে তারপর দাপট ধরে রাখা সম্ভব হয়নি।

১৮ ওভারে ৫ উইকেটের জয় নিশ্চিত হয়েছে পার্থ স্করচার্সের একাডেমি। দলটির হয়ে ৩৪ বলে অপরাজিত ৪৪ রান করেন জোয়েল কার্টিস। এছাড়া ম্যাথু স্পুরস আউট হয়েছেন ১৬ বলে ২৪ রান করে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও রকিবুল হাসান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ‘এ’ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর