অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলের জন্য আজকের জয়টা খুব করেই দরকার ছিল। জয়ের দাবি মিটিয়েছে নুরুল হাসান সোহানের দল।
নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে ২২ রানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিং করে ১৭২ রান তুলেছিল বাংলাদেশ। পরে প্রতিপক্ষকে ১৫০ রানে আটকে রাখেন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট।
বেশ কয়েকটি দলকে নিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্য দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিয়েছে পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিন্স), বাংলাদেশ ‘এ’ দল ও নেপাল জাতীয় দল।
নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে হারা বাংলাদেশ আজ দাপুটে ক্রিকেট খেলেছে। নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল দারুণ। আগের তিন ম্যাচে সুবিধা করতে না পারা নাঈম শেখ আজ শুরুতে ঝড় তুলেছিলেন। ঝড়টা অবশ্য বড় করতে পারেননি।
১১ বল খেলে ৬টি চারের সাহায্যে আউট হয়েছেন ২৫ রান করে। তিনে নেমে সাইফ হাসানের সংগ্রহ ১০ বলে ৩। অপর ওপেনার জিসান আলম ২৩ বলে ৩০ রান করেছেন।
তবে মিডল অর্ডারের ব্যাটাররা বেশ ভালো ব্যাটিং করেছেন। আগের তিন ম্যাচেই রান পাওয়া আফিফ হোসেন ধ্রুব আজও রান পেয়েছেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ৩৫ রান করেছেন। শেষ দিকে ইয়াছির আলী রাব্বি ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। আফিফ আজ ৪০ বলে ৪টি চারে ৪১ রান করে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমেছে বাংলাদেশ ‘এ’ দল।
পরে বোলিং করতে নেমে ২৪ রানে নর্দান টেরিটোরির ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। কনর কেরল (৩০ বলে ৪৩ রান) ও জর্ডান সিল্ক (৪১ বলে ৪৮ রান) দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হয়েছেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমেছে নর্দান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ ও রকিবুল হাসান।