Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডস সিরিজ খেলতে চান না মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২১:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০৯:৩১

কদিন পর থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি চেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। পারিবারিক কারণে ছুটি চেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার জামাল বাবু। তিনি জানিয়েছেন, মিরাজের আবেদন গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড।

নেদারল্যান্ড সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের যে প্রাথমিক দল দেওয়া হয়েছে সেখানে আছে মিরাজের নাম।

২৭ বছর বয়সী মেহেদি হাসান মিরাজ অনেকদিন টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন। সম্প্রতি দলে ঢুকলেও একাদশে অনিয়মিত তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তান ও শ্রীলংকা সিরিজে নিয়মিত একাদশে জায়গা পাননি তিনি। বাংলাদেশের সর্বশেষ ৯ ম্যাচে মিরাজ খেলেছেন ৫টিতে। পারফরম্যান্সও সন্তোষজনক নয়। পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন, রান করেছেন ৬৪।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটে। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ১ ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুই ম্যাচ।

সারাবাংলা/এসএইচএস

মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর