‘বিশ্বসেরা ফুটবলার হবে নেইমার’
৬ জুলাই ২০১৮ ১২:০৬
।। স্পোর্টস ডেস্ক ।।
বিশ্বকাপের বাজির দৌড়ে গোল্ডেন বুটের তালিকায় যে নামটি উঁকি দিচ্ছে তার নাম রমেলো লুকাকু। এ আসরে চারটি গোল করে স্বর্ণ বুটের দৌড়ে আছেন এই ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান তারকা। সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল-বেলজিয়াম যখন মুখোমুখি তখন লুকাকু জানালেন, ‘নেইমারই সেরা হবে।’
এ বিশ্বকাপ সেলেসাওরা জিতলে ব্যালন ডি’র পেতে পারেন পিএসজি তারকা নেইমার জুনিয়র।
ইঞ্জুরি থেকে ফিরে প্রস্তুতি ম্যাচসহ বিশ্বকাপেও নিজেকে ফিরে পাচ্ছেন নেইমার। মাঝে সমালোচনার শিকারও হয়েছেন এন টেন। সেই কথা টেনে লুকাকু জানালেন, ‘নেইমার অভিনেতা নয়। খেলোয়াড় হিসেবে অবিশ্বাস্য দক্ষতা আছে তার।’
‘তাকে আটকাতে ডিফেন্ডাররা একটু রাফ ট্যাকেল করবে এটা স্বাভাবিক কিন্তু আমার কাছে ভবিষ্যতে সেই বিশ্বের সেরা ফুটবলার হতে যাচ্ছে।’ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানান তিনি।
বিশ্বকাপের এ ম্যাচটি সম্ভাব্য সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তিতের ব্রাজিল দলে কোনও দুর্বলতাও চোখে পড়ে না লুকাকুর। তিনি মনে করেন, ‘আমি মনে করি না তাদের কোনও দুর্বলতা আছে। তারা রক্ষণে অনেক শক্তিশালী, মধ্যভাগে সবচেয়ে ভয়ঙ্কর মিডফিল্ডার আছে এবং সেরা আক্রমণভাগও তাদের।’
কাজানে শুক্রবার রাত ১২ টায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম।
সারাবাংলা/জেএইচ