Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ব্যাটিং দুর্দশা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১২:০৮

অস্ট্রেলিয়ায় দীর্ঘ পরিসরে ম্যাচ খেলা এবং সেখানে ভালো করা যে কতটা চ্যালেঞ্জিং তা টের পাচ্ছেন মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কনরা। অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১১৪ রানেই!

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডারউইনে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৬৬ রানেই হারিয়ে ফেলেছিল ৯ উইকেট। শেষ দিকে স্পিনার রাকিবুল হাসান ও পেসার এনামুল হক টেনেটুনে দলকে একশর ওপারে নিয়ে গেছেন।

পুরো ইনিংসে বাংলাদেশের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটার। রাকিবুল, এনামুল ও মিডল অর্ডার ব্যাটার শাহাদত হোসেন দিপু।

বিজ্ঞাপন

শেষ দিকে পেসার এনামুল হকের ২৭ বলে ২৭ রানের ইনিংসটাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। শাহাদাত হোসেন দিপু করেছেন ২৫ রান। আর স্পিনার রাকিবুলের ব্যাট থেকে এসেছে ২২ রান। এছাড়া বাকিদের সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

এবারের অস্ট্রেলিয়া সফরে প্রথমে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। তারপর সফরের একমাত্র চার দিনের ম্যাচটা খেলছে আজ থেকে। এই ম্যাচ শেষে দেশে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ‘এ’ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর