Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটনের ইনিংসটা ‘শিক্ষণীয়’: নেদারল্যান্ডস কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১০:১২

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টিয়োন্টি সিরিজরে প্রথমটিতে বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে তাসকিন আহমেদের চার উইকেটে ডাচদের ১৩৬ রানে আটকে রাখে বাংলাদেশ। পরে লিটন দাসের দারুণ একটা ফিফটি ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১৩.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ২৯ বলে ৫৪ রানের দাপুটে একটা ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিটন। ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের প্রসংশাও পেলেন বাংলাদেশ অধিনায়ক। নেদারল্যান্ডস কোচ রায়ান কুক বলেছেন, লিটনের ইনিংসটা শিক্ষণীয়।

নেদারল্যান্ডসের ১৩৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশকে দারুণ সূচণা এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু ইমনের ইনিংসটা লম্বা হয়নি। তারপর লিটন ক্রিজে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ প্রশংসায় ভাসিয়েছেন লিটনকে। লিটন প্রশংসা পেলেন প্রতিপক্ষ কোচেরও।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নেদারল্যান্ডস কোচ রায়ান কুক বলেন, ‘আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত। শুধু তাই নয়, আমি মনে করি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিংও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।’

ম্যাচে টস জিতে আগে বোলিং করেছে বাংলাদেশ। টস বড় একটা ভূমিকা পালন করেছে, বলেছেন নেদারল্যান্ডস কোচ। রায়ান কুক বলেন, ‘আমি মনে করি টস একটি ফ্যাক্টর, কিন্তু এমন নয় যে টস জেতা দলই ম্যাচ জিতবে। আমার মনে হয়, প্রথমে ব্যাট করেও জেতার উপায় আছে, তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে।’

চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া তাসকিন আহমেদও প্রসংশা পেয়েছেন রায়ান কুকের। নেদারল্যান্ডস কোচ তাসকিনকে নিয়ে বলেছেন, ‘তাসকিন চমৎকার একজন বোলার। আমার যেখানেই খেলি না কেন সে এসে আমাদের টপ অর্ডারের উইকেট নিয়ে নেয়। সে দারুণ একজন ক্রিকেটার, আমি তার জন্য শুভকামনা জানাই। সম্ভবত এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর