Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটন ধারাবাহিক হলে বড় কিছু সম্ভব, বিশ্বাস তাসকিনের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৯:২৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৯:৩৮

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণ ব্যাটিং করেছেন লিটন দাস। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। দ্রুত রান তোলার পাশাপাশি খেলাটা নিয়ন্ত্রণ করেছেন লিটন।

লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন বলেছেন, লিটন এমন ভালো ব্যাটিং করতে থাকলে বড় ইভেন্টেও বাংলাদেশ ভালো করতে পারবে বলেছেন তাসকিন।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্টাইলিশ ব্যাটার মনে করা হয় লিটনকে। ডানহাতি এই ব্যাটার যেদিন ছন্দময় ব্যাটিং করেন সেটা হয় দেখার মতো। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে লিটনের বড় সমস্যা ধারাবাহিকতায়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বছর হয়ে গেলেও ধারাবাহিকতায় পিছিলে লিটন।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের বিপক্ষে লিটনের ৫৪ রানের অপরাজিত ইনিংসটা ছিল অসাধারণ। সেই ইনিংস নিয়ে তাসকিন আহমেদ বলেছেন, ‘লিটন অসাধারণ ব্যাটিং করেছে মাশা-আল্লাহ। আসলে লিটনের ভালো খেলা বা ফর্মে থাকাটা আমাদের দলের জন্য অনেক জরুরি। মাশাআল্লাহ ও সাম্প্রতিক সময়ে ফর্মে আসছে এবং ভালো ব্যাটিং করছে, নেটেও দেখছি। এই ধারাবাহিকতায় যদি আমাদের এগিয়ে নিতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব।’

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগে বোলিং করে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ডাচদের ১৩৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। পরে লিটন দাস ও তরুণ সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১৩.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত হয়েছে টাইগারদের।

টি-টোয়েন্টিতে জয়ের জন্য ব্যাট-বল দুই বিভাগেই এভাবে জ্বলে উঠতে হয় বলেছেন তাসকিন, ‘স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক সাইড দিয়ে জেতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং–সবই লাগে। আর আমাদের মতো দলে তো সবক্ষেত্রে অবদানটা আরও বেশি লাগে। তাই এটা খুব ভালো লক্ষণ যে ব্যাটিং ভালো হচ্ছে, বোলিং–ও ভালো হচ্ছে।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর