Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফকে নিয়ে সালাউদ্দিন— এত তাড়াতাড়ি আকাশে তুলবেন না

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২৩:০৬

গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যন্ডসকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ডাচদের ১৩৬ রানে আটকে রেখে পরে ১৩.৩ ওভারেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ম্যাচে ম্যাচসেরা খেলোয়াড় সাইফ হাসান।

দুই বছরের বেশি সময় পর দলে ফেরা সাইফ বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মাত্র ১৯ বলে ৩৬ রানের অপরাজিত একটা ইনিংস খেলেন।

সাইফ একটা সময় পরিচিত ছিলেন টেস্টের ক্রিকেটার হিসেবে। সেখান থেকে নিজেকে ভেঙেছেন আবার নতুন করে গড়েছেন।  প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ঢুকে প্রমাণ করলেন কী দুর্দান্তভাবে। তরুণ অলরাউন্ডারের এমন প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই প্রশংসিত হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন, প্রশংসার সীমাবদ্ধতা মানতে হবে। হুট করে কাউকে আকাশে তোলা ঠিক হবে না বলেছেন তিনি।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। তার আগে আজ সংবাদ সম্মলনে সাইফ হাসানের প্রসঙ্গ উঠলে সালাউদ্দিন বলেছেন, ‘আপনাদের আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দেবেন না, খুব তাড়াতাড়ি নিচেও নামিয়ে দেবেন না। ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এটা শক্ত মানসিকতার পরিচয়।’

‘কোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর সঙ্গে একটা তকমা ছিল- টেস্ট স্পেশালিস্ট, সাদা বলের খেলোয়াড়, সেখান থেকে বেরিয়ে এসে যে চরিত্র দেখিয়েছে, এটা আসলে সবার ভেতর থাকে না’- যোগ করেন তিনি।

সাইফ ধৈর্যের সুফল পাচ্ছেন বলে মনে করেন সালাউদ্দিন, ‘উন্নতি তো সব সময় করতে হবে। কিন্তু তার চেষ্টা ছিল, সে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে। আন্তর্জাতিক প্রথম ৬-৭ ম্যাচে সে ব্যর্থ হয়েছে। সেখান থেকে মানসিকভাবে আবার ঘুরে দাঁড়ানো- এটা আসলে কঠিন কাজ। সে ধৈর্য ধরেছে। একজন মানুষ কত দিন ধৈর্য ধরে। সে গত ৪-৫ বছর ধরেছে। এর সুফল এখন সে পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’

সারাবাংলা/এসএইচএস

সাইফ হাসান

বিজ্ঞাপন

সাকিবকে ছুঁয়ে নবীর অনন্য কীর্তি
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬

আরো

সম্পর্কিত খবর