Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ব্যাটে সহজ জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫

সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১০৪। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ইনিংসের শুরুতে ভুগলেও পরে পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে পরে অধিনায়ক লিটন দাস সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে।

১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭১/১। ২১ বলে ২৩ রান করে আউট হয়েছেন পারভেজ হোসেন ইমন।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট ছিল ১০৪ রানে। শুরুতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম।

নেদারল্যান্ডস স্পিনার আরিয়ান দত্ত শুরুর কয়েকটা ওভারে ভালো বোলিং করেছেন। ক্রিজে খুব একটা স্বাচ্ছেন্দে ছিলেন না তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৩টি চার ১টি ছয়ে ২৩ রান করে যখন ফিরলেন বাংলাদেশের রান তখন ৪০। তবে শুরুর কয়েকটা ওভার পেরিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন অপর ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস।

বিজ্ঞাপন

লিটন ক্রিজে পরে থেকেছেন। অপর দিকে সেট হওয়ার পর তামিম আক্রমণাত্মক খেলেছেন। এই দুজনের জুটির সামনে একদমই সুবিধা করতে পারেননি নেদারল্যান্ডসের বোলিং বিভাগ।

১০ ওভার শেষে বাংলাদেশের রান ৭১ রানে ১ উইকেট। ৩০ রানে অপরাজিত তানজিদ হাসান তামিম। ১১ রানে অপরাজিত লিটন দাস।

সারাবাংলা/এসএইচএস

তানজিদ হাসান তামিম বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর