Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি সভাপতি পদে লড়ার কথা জানালেন আমিনুল ইসলাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ পেয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন ‘আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি’। বিসিবির আসন্ন নির্বাচন এবং সভাপতি পদে দায়িত্ব চালিয়ে নেওয়ার ইচ্ছা নেই, এমন কথা বলেছিলেন সাবেক এই অধিনায়ক। তবে সেই কথাতে পরিবর্তন এসেছে। আসন্ন বিসিবি নির্বাচনের পর সভাপতি হওয়ার জন্য লড়বেন, এমন কথা বললেন বর্তমান আমিনুল ইসলাম।

বিসিবির নির্বাচন প্রক্রিয়াটি এমন- প্রথমে কাউন্সিলদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত করা হয়। সেই পরিচালকদের ভোটে পরে সভাপতি নির্বাচিত হয়। আমিনুল ইসলাম বলেছেন, সভাপতি হওয়ার জন্য নির্বাচন করতেও আগ্রহী তিনি। যদিও আগে বলেছিলেন, বিসিবির নির্বাচনের তিনি অংশ নিতে চান না।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা (বিসিবির) নির্বাচন করব এবং প্রপার নির্বাচনই করব। এখানে (বিসিবিতে) সভাপতি নির্বাচন হয় না। পরিচালকদের নির্বাচন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব—পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।’

এর আগে বিসিবির নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার আগে সদ্য সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সে হিসেবে বলা যায়, আগামীর বিসিবি সভাপতির লড়াইটা হতে যাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়কদের মধ্যে। আমিনুল ইসলাম যেমন আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন, তেমনি ফারুক আহমেদও।

তামিম ইকবাল সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবোই।’

সারাবাংলা/এসএইচএস

আমিনুল ইসলাম বুলবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর