Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই প্রতিদ্বন্দ্বী তামিম-ফারুককে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫

কয়েকদিন আগে ধোঁয়াশা থাকলেও এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন বিষয়ে অনেক ধারণাই পরিস্কার। আগামীর বোর্ডে সভাপতি হওয়ার লড়াইটা যে সাবেক তিনজন অধিনায়ককের মধ্যে হতে যাচ্ছে তা এখন পর্যন্ত পরিস্কার।

‘কখনোই নির্বাচনে অংশ নিবো না’ এতোদিন এমন কথা বলে আসলেও একদিন আগে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নির্বাচনে অংশ নিবেন তিনি। তার আগে এক সাক্ষাৎকারে বিসিবির এবারের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার আগে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন সদ্য ছাঁটাই হওয়া সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে সভাপতি হওয়ার লড়াইটা এই তিন জনের মধ্যে হবে। আসল লড়াইটা হওয়ার কথা তামিম এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলামের মধ্যে। দুই প্রতিদ্বন্দ্বী তামিম ও ফারুক আহমেদকে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না (তামিম-ফারুকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাকে)। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি। তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’

মাস তিনেক আগে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বুলবুল। তারপর থেকে বারবারই বলেছেন, বিসিবির নির্বাচনে দেখা যাবে না তাকে। হঠাৎ কেন তাহলে এই মত পরিবর্তন?

সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে বেশ কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে ফেলে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি। সে লক্ষ্যে আমি কন্টিনিউ করতে চাই।’

‘এক নম্বর (কারণ) অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যেটা পাচ্ছি। দুই নম্বর মনে হয়েছে চালিয়ে যাওয়া এই এই মুহূর্তে জরুরি। না হলে এ সমস্ত কাজগুলো বিফলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।’- যোগ করেছেন তিনি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর