Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃথা গেল লিটনদের ব্যাটিং ঝড়, ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:২০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে আগে বোলিং করে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটে ঝড় তোলেন লিটন দাস, নুরুল হাসান সোহানরা। তবে ঝড়ো ব্যাটিংয়ের পরও জয় নিয়ে মাঠ ছাড়া হলো না।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। দুবার বৃষ্টির পর ম্যাচ যখন থেমে যায় বাংলাদেশের স্কোর ছিল তখন ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। বৃষ্টির কারণে তারপর আর খেলা শুরু করাই সম্ভব হয়নি। যাতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে শেষ হলো। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

বিজ্ঞাপন

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ৮ বলে ১২ রান করে ফেরেন।

তবে ওপেনিংয়ে নামা লিটন দাস শুরু থেকেই দারুণ খেলছেন।  সেই ওভারেই প্রথম খেলা বন্ধ হয় ফ্ল্যাডলাইটের সমস্যার কারণে। মিনিট দশেক খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৪.১ ওভারে বৃষ্টি হানা দিলে আবারও খেলা বন্ধ হয়ে যায়। ৪.১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬০ রান। বৃষ্টি থেমে যাওয়ার পর ক্রিজে নেমে বাংলাদেশি ব্যাটিং দাপট অব্যাহত রাখেন লিটন।

রানের জন্য হাঁসফাঁস করতে করতে তাওহিদ হৃদয় ফিরেছেন ১৪ বলে ৯ রান করে। তবে লিটন দাপটে ব্যাটিং চালিয়ে গেছেন। ২৭ বলে ফিফটি পূর্ণ করেন লিটন। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক শেষ পর্যন্ত থেমেছেন ব্যক্তিগত ৭৩ রানে। ক্যাচ আউট হওয়ার আগে মাত্র ৪৬ বলে ৬টি চার ৪টি ছয়ে এই রান করেছেন লিটন।

ইনিংসের শেষ ভাগে দুই ফিনিশার জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান ব্যাটে ঝড় তোলেন। অনেকদিন পর জাতীয় দলের হয়ে মাঠে নামা সোহান ২ ছয়ে ১১ বলে ২২ রানে অপরাজিত থাকার সময় বৃষ্টি নামে, খেলা সেখানেই বন্ধ হয়ে যায়। জাকের আলী ১৩ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর