Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি সভাপতিকে হুমকি, ‘গানম্যান’ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে আবেদন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আসন্ন। বলা হচ্ছে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির কাঙ্খিত নির্বাচন। নির্বাচন নিয়ে ক্রিকেটপাড়ায় বেশ শোরগোল। আলোচনা বাড়িয়ে দিল নতুন একটা ঘটনা।

মোবাইল ফোনে নির্বাচন না করার হুমিক দেওয়া হয়েছে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। এদিকে, সভাপতির নিরাপত্তায় একজন গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি। হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি আমিুনল ইসলাম বুলবুল নিজেই।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আমিুনল ইসলাম বলেছেন, ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’

বিজ্ঞাপন

এদিকে, একজন গানম্যান চেয়ে আবেদনে বিসিবির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

উল্লেখ্য, কখনোই নির্বাচন করব না, প্রথমে এমন কথা বললেও কদিন আগে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম। আগেই আগামী বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক বোর্ড পরিচালক ফারুক আহমেদ। ফলে এবারের বোর্ড নির্বাচনটা বেশ জমজমাট হবে বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/এসএইচএস

আমিনুল ইসলাম বুলবুল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর