Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান ফুটসাল খেলতে আগেভাগে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০০

আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বে অংশ নিতে ১২ দিন আগেই মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে সাধারণত ২-৩ দিন আগে যাত্রা করাই নিয়ম হলেও, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি পরিবেশ ও প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বেই প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের। এই বাছাইপর্ব থেকেই আটটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাতটি রানার্সআপ দল উঠবে মূল পর্বে।

বিজ্ঞাপন

ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘৬০০ ট্রায়াল থেকে ৫০, এরপর ৩০ জন নিয়ে একমাস অনুশীলন হয়েছে। ঢাকায় ফুটসাল অবকাঠামো ও অনুশীলন সুবিধা সেই অর্থে কম। তাই মালয়েশিয়ার কুয়ালামাপুরে ৮-১৭ সেপ্টেম্বর আমাদের ক্যাম্প হবে। ঐ সময়ে আমরা মালয়েশিয়ায় বিভিন্ন ক্লাব ও দলের সঙ্গে ৩-৪ টি ম্যাচ খেলব। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন মাঠ ও ম্যাচ খেলার জন্য সহায়তা করছে।’

এশিয়া ফুটসাল বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের ইরানী কোচ খোদারাহমি বলেন, ‘খেলোয়াড়দের উপর আমার শতভাগ বিশ্বাস রয়েছে। ফুটসালে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করল। ইরান এশিয়া চ্যাম্পিয়ন, আরব আমিরাত চীনে প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়াও ভালো দল। আমি টুর্নামেন্টের পরও খেলোয়াড়দের প্রতি সমর্থন চাই। কারণ এই খেলোয়াড়েরা প্রথম ফুটসাল খেলছে।’

১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে মালয়েশিয়া যাবে বাংলাদেশ। ১৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে তিনজন শেষ মুহূর্তে বাদ পড়লেও তারা দলের সঙ্গে থাকবেন। অধিনায়ক করা হয়েছে কানাডা প্রবাসী রাহবার খানকে, যিনি ১২ সেপ্টেম্বর মালয়েশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন ইনতিসার মোস্তফা।

২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্টানে ইরানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ ও ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

ফুটসাল

বিজ্ঞাপন

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর