Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর স্টেডিয়ামে পরিবর্তন, সরিয়ে দেওয়া হলো গামিনিকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩

বহু বছরের নানান আলোচনা-সমালোচনার পর অবশেষে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হলো পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে। মিরপুর থেকে সরিয়ে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলংকান এই কিউরেটরকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল থেকেই রাজশাহী স্টেডিয়ামের দায়িত্ব নিতে বলা হয়েছে গামিনিকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা বছরের পর বছর ধরে। স্লো-পিচ নিয়ে দেশে নয়, বিদেশিরা এসেও সমালোচনা করে যান। মিরপুরের পিচ আধুনিক ক্রিকেটের জন্য উপযুক্ত নয় এমন কথাও বলেছেন অনেকে। কিন্তু বছরের পর বছর ধরে এমন সমালোচনার পরও পিচের আচরণ পরিবর্তন হয়নি। তাতে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে পিচ কিউরেটর গামিনির। তবে এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা গামিনিকে সরিয়েও দেয়নি বিসিবি। সেই সিদ্ধান্তটা এলো এবার। ২০১০ সালে পিচ কিউরেটরের দায়িত্ব নিয়েছিলেন গামিনি।

বিজ্ঞাপন

কিছুদিন আগে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্ব নেওয়ার পর থেকে মিরপুর স্টেডিয়ামের পিচেই দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে হেমিংকে। তখনই ধারণা করা হচ্ছিল, গামিনি অধ্যায় বুঝি এবার শেষ হচ্ছে। অবশেষে সেটাই হলো।

টনি হেমিং মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করবেন। সেই সঙ্গে স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণও দিবেন তিনি।

সারাবাংলা/এসএইচএস

গামিনি ডি সিলভা বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর