Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে বাংলাদেশ অধিনায়ক— এখন জিততে শিখে গেছি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪

আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের টুর্নামেন্ট হবে ভারতের। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে ওয়ানডে বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় বংলাদেশ এখন তা শিখে গেছে।

গতবার বাংলাদেশ যে অভিজ্ঞতা অর্জন এবার তা কাজে লাগিয়ে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়া তাদের দায়িত্ব, বলেছেন নিগার সুলতানা।

ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে নিগার সুলতানা বলেন, ‘আমরা জানি আমাদের দায়িত্ব ক্রিকেটকে দেশে এগিয়ে নেওয়া, যেখানে নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। আমরা বিশ্বাস করি, এখনই সময় আমাদের পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়ার।’

বিজ্ঞাপন

‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ এবং এর আগে আমরা অভিজ্ঞতাহীন ছিলাম এবং বড় মঞ্চে জেতার ব্যাপারে অপরিচিত ছিলাম। তবে এরপর থেকে আমরা অনেক ক্রিকেট খেলেছি … আর এখন আমরা জানি কিভাবে টুর্নামেন্টে ম্যাচ জেতা যায়,’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

২০২২ সালের নারী বিশ্বকাপে প্রথমবার খেলেতে নেমে একটা ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

নিগার সুলতানা বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবার আমরা অনভিজ্ঞ ছিলাম, বড় মঞ্চে জেতার কৌশল জানতাম না। কিন্তু এরপর অনেক ম্যাচ খেলেছি, শিখেছি কীভাবে টুর্নামেন্টে জয়ের ধারায় থাকতে হয়।’

বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান।

সারাবাংলা/এসএইচএস

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ নিগার সুলতানা জ্যোতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর