Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটনকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, অধিনায়ক সেই জাকের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯

চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টি দলের অধিনায়ক  লিটন কুমার দাস। লিটনের অনুপস্থিতিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেই দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। আসন্ন আফগানিস্তান সিরিজেও দলেও নেই লিটন।

আফগানিস্তান সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে লিটন নেই। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া হয়েছে সেই জাকের আলী অনিককে। এশিয়া কাপের শেষ দুই ম্যাচে জাকেরের নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে আফগান সিরিজে জাকেরের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে রান পেয়েছেন সৌম্য। ফলে লিটনের বদলে তাকে আবারও সুযোগ দিয়েছেন নির্বাচকরা।

জাতীয় দলের হয়ে দেড়শর বেশি ম্যাচ খেলা সৌম্য বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতে। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে- ২, ৩ ও ৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজ শেষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর