Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমসহ আরও যারা সড়ে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৫:১১ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৬:৪১

সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও তার পুরো প্যানেল। তামিমসহ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন মোট ১৫জন। যারা পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।

আজ দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল। সকালেই তামিমসহ তার পুরো প্যানেল প্রার্থিতা প্রত্যাহার করেন। গতকাল রাত থেকেই শোনা যাচ্ছিল বিসিবির নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন তামিম।

শেষ মুহূর্তে এসে ১৫টি ক্লাবের ভোটাধিকার বাতিল, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলর নির্ধারনে হস্তক্ষেপের অভিযোগ তুলে আসছিলেন তামিমসহ তার প্যানেল।

বিজ্ঞাপন

আজ প্রার্থিতা প্রত্যাহারের পর তামিম বলেছেন, পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে তাতে নির্বাচন করার মতো পরিবেশ নেই। দেশের ক্রিকেট আজ হেরে গেল বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তামিমসহ যে ১৫জন বিসিবির নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন তারা হলেন- ১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস) ২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র) ৩. মাসুদুজ্জামান (মোহামেডান) ৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স) ৫. মির হেলাল (চট্টগাম জেলা) ৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি) ৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স) ৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ) ৯. তৌহিদ তারেক (পাবনা) ১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর) ১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) ১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং) ১৩. ফাহিম সিনহা (সুর্যতরুণ) ১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস) ১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর