Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশ একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৭:০৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৮:৫৫

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। একটা সময় সহজ জয়ের সমীকরণ থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছে কঠিন করে। আজ মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? চলুন ধারনা নেওয়া যাক-

গত ম্যাচে দাপুটে ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনই দুর্দান্ত দুটি ফিফটি পেয়েছেন। ফলে ওপেনিং পজিশনে পরিবর্তনের সম্ভবনা নেই বললেই চলে।

লিটন দাসের অনুপস্থিতিতে তিনে আজও সাইফ হাসানের থাকার কথা। অরেকদিন যাবত বাংলাদেশের হয়ে চার নম্বরে খেলা তাওহিদ হৃদয় জ্বরে ভুগছেন। আফগান সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি হৃদয়। শোনা যাচ্ছে খেলতে পারবেন না আজ দ্বিতীয় ম্যাচেও। হৃদয়ের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিককে দেখা যাবে চার নম্বরে।

বিজ্ঞাপন

পাঁচে শামীম হোসেন পাটোয়ারী অনেকদিন ধরে রান পাচ্ছেন না। এই জায়গায় বাংলাদেশ আজ পরিবর্তনের চিন্তা করতেই পারে। ছয় নম্বরে নুরুল হাসান সোহান। গত ম্যাচের দুই স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের আজ একাদশে থাকার কথা শোনা যাচ্ছে। পেস ডিপার্টমেন্ট থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। টানা কয়েকটা ম্যাচ টানা খেলা তাসকিনকে বসিয়ে আজ একাদশে শরিফুল ইসলামকে ডাকতে পারে বাংলাদেশ। বাকি দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব মোটামুটি নিশ্চিতই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর