আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ।
টানা খেলতে থাকা পেসার তাসকিন আহমেদকে আজ বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। বিশ্রাম পেয়েছেন অপর পেসার তানজিম হাসান সাকিবও। তাদের বদলে একাদশে ডাকা হয়েছে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
উল্লেখ্য, চোটের পড়ার কারণে আফগানিস্তান সিরিজ খেলতে পারছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক টিন দাস। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।