Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের শততম টেস্ট মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৩:১৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৩:১৮

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। মুশফিকের মাইলফলকের সেই ম্যাচটি হওয়ার কথা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই টেস্ট দলে থাকার কথা অভিজ্ঞ মুশফিকের।

এদিকে, দুই টেস্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম টেস্টটি হবে সিলেটে, দ্বিতীয়টি ঢাকায়। সে হিসেবে মিরপুরেই স্বপ্ন ছুতে পারেন মুশফিক। ২০০৫ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন মুশফিক।

৯৮ টেস্টে ১২টি সেঞ্চুটিতে ৬ হাজার ৩২৮ রান করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিক। কিন্তু টেস্ট ক্রিকেটকে এখনো বিদায় জানাননি।

বিজ্ঞাপন

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১১ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট, মিরপুরে।

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর।

সারাবাংলা/এসএইচএস

মুশফিকুর রহিম