Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএলে মাহমুদুল হাসানের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৩:৪৫

এনসিএল টি-টোয়েন্টিতে এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা পেয়েছেন ‘টেস্ট স্পেশালিস্ট’ ওপেনার হিসেবে পরিচিত সাদমান ইসলাম অনিক। আজ আসরের দ্বিতীয় সেঞ্চুরিটাও পেলেন আরেক টেস্ট স্পেশালিস্ট মাহমুদুল হাসান জয়। টি-টোয়েন্টিতে এটা জয়ের প্রথম সেঞ্চুরি।

রোববার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে ২১৪ রানের স্কোর গড়েছে চট্টগ্রাম বিভাগ।

২০২১ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএসের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৫ বলে ৮৫ রান করেছিলেন জয়। সেটাই ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ। তার বছর চারেক পর আজ সেঞ্চুরি পেলেন জয়।

বিজ্ঞাপন

৪০ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫৯ বলে। আবু জায়েদ রাহির করা ইনিংসের ১৫তম ওভারে ছক্কা মেরেছেন তিনটি। শেষ ওভারে ফিরেছেন খালিদ হাসানের বলে। তার আগে ১৭৪.৬০ স্ট্রাইকরেটে ৬৩ বলে করেন ১১০ রান। মাহমুদুল ছক্কা মেরেছেন ৯টি আর চার ৫টি।

শুধু মাহমুদুল হাসান নয় চট্টগ্রাম বিভাগের হয়ে আজ ঝড় তুলেছেন মুমিনুল হক, ইরফান শু্ককুরও। মুমিনুল ১০ বলে ৩২ রান করেন। ইরফান শুক্কুর ২২ বলে করেছেন ৪১ রান।

সারাবাংলা/এসএইচএস

এনসিএল টি-টোয়েন্টি