কদিন আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ওয়ানডের চ্যালেঞ্জ। আজ মাঠে গড়াবে দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা। যে সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স একদমই ভালো নয়।
শেষ ছয়টি ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে কি ওয়ানডের ভাগ্য বদলাবে বাংলাদেশের? উত্তর মিলবে আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে। খেলাটা হবে আবুধাবিতে।
আজকের ম্যাচে কেমন হবে বাংলাদেশ একাদশ? চলুন আলোচনা করা যাক-
অনেকদিন ধরেই বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে নিয়মিত খেলছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে এই জায়গায় প্রতিযোগিতা বাড়িয়েছেন সাইফ হাসান। সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে বাহিরে রেখে সাইফ হাসানকে দেখা যেতে পারে ওপেনিংয়ে নামতে। আবার ইমন-তামিম দুজনকে ওপেনিংয়ে রেখে সাইফকে তিন নম্বরে চিন্তা করতে পারে বাংলাদেশ।
সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে নামতে হবে চার নম্বরে। মিডল অর্ডারের দুটি জায়গা নিয়ে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও নুরুল হাসান সোহানের মধ্যে। হৃদয় সর্বশেষ দুই ওয়ানডে ম্যাচেই ফিফটি করেছেন। আর জাকের সর্বশেষ ছয় ওয়ানডেতে ফিফটি করেছেন ছয়টি। ফলে এই দুজনকে বাদ দেওয়া কঠিন। তেমনটা হলে শামীম আর সোহানের হয়ত জায়গা হচ্ছে না একাদশে।
তবে পারভেজ হোসেন ইমনকে বসিয়ে ওপেনিং পজিশনে সাইফ হাসানকে নিলে মিডল অর্ডারে বাড়তি জায়গা মিলবে। সেক্ষেত্রে শামীম ও সোহানের মধ্য থেকে একজন জায়গা পেতে পারেন একাদশে। এই দুজনের মধ্যে সোহান এগিয়ে থাকবেন নিশ্চয়।
স্পিন আক্রমণে তানভীর ইসলামের থাকার সম্ভবনাই বেশি। গত শ্রীলংকা সিরিজে ৭ উইকেট নিয়েছিলেন তানভীর। শেষ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। সেক্ষেত্রে রিশাদ হোসেনকে বাহিরেই থাকতে হবে। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নিশ্চিত অনেকটা। তৃতীয় পেসার হিসেবে তানজিদ হাসান সাকিবকেই পছন্দ করবে হয়ত বাংলাদেশ। এই তিনজনের মধ্যে কেউ বিশ্রামে গেলে সুযোগ আসবে হাসান মাহমুদ ও নাহিদ রানার সামনে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন/নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।