Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুতেই ২ উইকেট হারানোর পর সাইফ-হৃদয়ের প্রতিরোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৯:৫৮

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

দলীয় ২৫ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত।

ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনকে বাহিরে রেখে সাইফ হাসানকে নিয়ে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা সাইফের আজ ওয়ানডে অভিষেক হয়েছে। অভিষিক্ত সাইফ শুরুতে সাবধানে এগুচ্ছেন। অপর ওপেনার তানিজদ হাসান তামিম খেলছিলেন নিজের মতো করেই।

তবে বেশি এগুতে পারেননি তামিম। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে তামিম ১০ বলে ১০ রান করেন। তিনে নামা নাজমুল হোসেন শান্ত দাঁড়াতেই পারেনি। ৫ বল খেলে ২ রান করা শান্ত সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন সেই ওমরজায়ের ব্যাটেই।

বিজ্ঞাপন

২৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। এই প্রতিবেন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৫২।

সাইফ হাসান ৩২ বলে ৫টি চারে ২৬ রানে অপরাজিত। ১৪ বলে ১টি করে চার-ছয়ে ১১ রানে অপরজিত তাওহিদ হৃদয়।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর