আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাই ম্যাচ হারিয়েছে বাংলাদেশকে। আগে ব্যাটিং করে টাইগাররা গুটিয়ে যায় ২২১ রানেই। এতো অল্প পুঁজি নিয়ে ওয়ানডে ম্যাচ জেতা কঠিন, হয়েছেও তাই। ১৭ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে আফগানিস্তান।
ম্যাচ শেষে পুরনো আক্ষেপের কথাই শোনা গেল বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কণ্ঠে। বাংলাদেশ রান কম করেছে, বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
টপ অর্ডার হতাশ করলেও মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ১০১ রানের জুটিতে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১৫৪। সেখান থেকে তাওহিদ হৃদয় ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলে যেন মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে।
২২১ রানেই গুটিয়ে গেছে মিরাজের দল। ম্যাচ শেষে মিরাজ বলছিলেন, ‘এই উইকেটে আমরা ৪০ রান কম করেছি। যদি ২৬০ রান করতে পারতাম, তাহলে অবশ্যই ভালো হতো। কারণ, আমাদের বোলিং ভালো। আমরা (ওভারপ্রতি) খুব বেশি রান দেইনি। সমস্যা হলো শেষের দিকে, আমাদেরকে জুটি গড়তে হবে।’
বাংলাদেশ ম্যাচ হারলে বারবার অধিনায়ক যেটা বলে থাকেন, মিরাজ সেটাও বলেছেন! বলেছেন ভুল থেকে শিক্ষা নিবে তার দল, ‘আমাদের এখন সুযোগ রয়েছে আগের চেয়ে ভালো করার। কারণ, এই ম্যাচে কী কী ভুল করেছি তা আমরা জানি। তা থেকে যত দ্রুত সম্ভব শিক্ষা নিতে হবে আমাদের। আমি আত্মবিশ্বাসী যে, পরবর্তী ম্যাচে ছেলেরা ভালো করবে।’
তিন ম্যাচের সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১১ অক্টোবর।