Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিনি-রদ্রিগোদের নতুন ব্রাজিল উড়িয়ে দিল দক্ষিণ কোরিয়াকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২৩:৫৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০১:৪৫

কার্লো আনচেলত্তির হাত ধরে নতুন ব্রাজিলের স্বপ্ন দেখছিলেন ভক্তরা। সেই স্বপ্নের শুরুটা কী হলো আজ? দক্ষিণ  কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল আজ যেমন ফুটবল খেলল তাতে ‘নতুন শুরু’ কথা বলাই যায়। অনেকদিন ধরেই মাঠের ফুটবলে ব্রাজিলের পারফরম্যান্স হতাশায় ভড়া। আজ সব হতাশা যেন মিলিয়ে গেল!

ছন্দ, কৌশল, গতি আর নান্দনিকতায় মন ভড়ানো ফুটবল খেলেছে ব্রাজিল। গোলও পেয়েছে অনেক। প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে আজ ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল। অনেকদিন পর ব্রাজিলের জার্সিতে ফেরা রদ্রিগো ও চেলসির তরুণ তারকা এস্তেভাও জোড়া গোল করেছেন। অপর গোলটি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সিউলে গোছালো ডিফেন্স, নিয়ন্ত্রিত মাঝমাঠ এবং দাপুটে আক্রমণ, ব্রাজিলের খেলায় সবই দেখা গেছে। অনেকদিন পর ব্রাজিল সমর্থকদের জন্য মনের মতো একটা পারফরম্যান্স দেখাতে পেরেছেন রদ্রিগো, ভিনিরা।

ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গিমারায়েসের দারুণ পাসে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়িয়ে দেন চেলসির এস্তেভাও। ৪১ মিনিটে রদ্রিগো জাদু। ডি-বক্সের ভেতরে কাসেমেরোর পাস ধরে দারুণ দক্ষতায় জায়গা করে নিয়ে বল জালে জড়িয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল পেয়েছেন এস্তেভাও। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জের ভুলে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল আদায় করেন এস্তেভাও, ৩-০তে এগিয়ে যায় ব্রাজিল।

তিন মিনিট পর দক্ষিণ কোরিয়ার রক্ষণ আবারও ভেঙে দেয় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে রদ্রিগো একা গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন ৪-০ করেন। ৬৬ মিনিটে গোল পান ভিনিসিয়ুসও।

বিধ্বংসী এক আক্রমণের ফল হিসেবে হাফ লাইনের নিচে বল পান ভিনিসিয়ুস। তারপর চমৎকার গতিতে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা। এই গোলের পর আর গোল হয়নি। যাতে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

সারাবাংলা/এসএইচএস

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া