Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বর্ণার দ্রুততম ফিফটিতে বিশ্বকাপে রেকর্ড গড়ল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৯:২২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

বিশ্বকাপে ব্যাটিংটা একদমই ভালো হচ্ছিল না বাংলাদেশ নারী দলের। আজ সেই আক্ষেপটা ঘুচল অবশেষে। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

সাবধানি শুরু করেছিলেন বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। সেই ভীতের ওপর দাঁড়িয়ে পরে ঝড় তুলেছিলেন স্বর্ণা আক্তার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটা।

স্বর্ণা আজ মাত্র ৩৪ রানে ফিফটি পূর্ণ করেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড এটা।

সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের শুরুটা ছিল সাবধানি।

বিজ্ঞাপন

৫৩ রানের ওপেনিং জুটিতে দুই ওপেনার খেলেছেন ১৬ ওভার পর্যন্ত। দুই ওপেনার রুবিয়া হায়দার ও ফারজানা হক ফিরেছেন পরপর। রুবিয়া ৫২ বলে ২৫ রান করে ফিরেছেন। আর ফারজানা ৭৬ বল খেলে ৩টি চারে ফিরেছেন ৩০ রান করে।

এরপর হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি ৪২ বলে ৫টি চারে ৩২ রান করে ফিরলে এই জুটি ভাঙে দলীয় ১৫০ রানের মাথায়। এরপর ক্রিজে নেমেই ঝড় তোলেন স্বর্ণা আক্তার।

শারমিন তাকে ভালো সঙ্গ দিয়েছেন। ৭৭ বলে ৬টি চারে  ৫০ রান করে আউট হয়েছেন শারমিন। আর স্বর্ণা শেষ পর্যন্ত ৩৫ বলে ৩টি করে চার-ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে রিতু মনি ৮ বলে ১৯ রান করে দলের রানটা শক্ত একটা জায়গায় নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর