Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩ মাস পর ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২০:৫২

অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ নারী দল। প্রায় সাড়ে তিন মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামছে ঋতুপর্ণা চাকমারা।

আগামী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ম্যাচ দুটি মাঠে গড়াবে ২৪ ও ২৭ অক্টোবর। ম্যাচ দুটি খেলতে আজ দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। আগামীকাল থাইল্যান্ডের বিমান ধরবেন নারী দলের ফুটবলাররা।

২৩ সদস্যের দলে বাদ পরেছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পরেছেন দুজন। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন রুমা আক্তার ও সিনহা জাহান। অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করার পুরস্কার হিসেবে দলে ঢুকেছেন রুমা ও সিনহা।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। বাংলাদেশ কোচ বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় পরীক্ষা। পাশাপাশি নিজেদের সঙ্গে তাদের তুলনা করারও একটা সুযোগ। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমাদের জেতার মানসিকতা নিয়েই নামতে হবে।’

বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার অবশ্য বেশ আত্মবিশ্বাসী, ‘চট্টগ্রামে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা চেষ্টা করব ভালো খেলতে, দুই ম্যাচেই তাদের সঙ্গে লড়াই করতে।’

বাংলাদেশ নারী ফুটবল দল:

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।

ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী

ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।

সারাবাংলা/এসএইচএস