Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সাঁতারে নৌবাহিনীর আধিপত্য

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২২:৪৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০০:৪৮

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার শুরু হয়েছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ। চার দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১০টি সাঁতার ও ২টি ডাইভিং ইভেন্টে অংশ নিয়ে তারা জিতেছে সর্বাধিক ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক।

প্রথম দিনেই মোট পাঁচটি নতুন জাতীয় রেকর্ড গড়েছে প্রতিযোগীরা, যার মধ্যে চারটিই এসেছে নৌবাহিনীর সাঁতারুদের কাছ থেকে।

পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে কাজল মিয়া ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয়ের পাশাপাশি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তার এই টাইমিং ভেঙে দিয়েছে মাহফিজুর রহমান সাগরের ২০১৬ সালের ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ডের রেকর্ড।

বিজ্ঞাপন

একই দলের সাঁতারু সামিউল ইসলাম রাফি পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের আগের রেকর্ড (২৬.৭৯ সেকেন্ড) ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ২৬.০৫ সেকেন্ড সময় নিয়ে।

কাজল মিয়া আরও একটি ইভেন্টে রেকর্ড গড়েছেন। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ০৫.৯৫ সেকেন্ড সময় নিয়ে পুরনো রেকর্ড (২:০৯.৪১) ভেঙে সোনা জিতেছেন।

পুরুষদের ১০০ মিটার রিলে ইভেন্টেও রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। দলের সদস্যরা ছিলেন সামিউল ইসলাম রাফি, মাহামুদুন্নবী নাহিদ, নূর আলম ও আসিফ রেজা। তারা সময় নিয়েছেন ৩ মিনিট ৩২.১৮ সেকেন্ড।

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে মাইশা আক্তার, যুথী আক্তার, অ্যানি আক্তার ও সোনিয়া আক্তারের সমন্বয়ে গঠিত নৌবাহিনী দল ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ডসহ স্বর্ণ জিতেছে। আগের রেকর্ড ছিল ৪ মিনিট ২৫.৮৩ সেকেন্ড।

বাংলাদেশ সেনাবাহিনী প্রথম দিনে জিতেছে ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক। বিকেএসপি পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর