Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরের কালো পিচ সামলাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিরল পরিকল্পনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:২৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ চলছে। খেলা হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাঠের খেলার চেয়ে আলোচনা বেশি হচ্ছে মিরপুরের পিচ নিয়ে। মিরপুরের পিচ বরাবরই স্পিন সহায়ক। কিন্তু এই সিরিজে এর মাত্রাটা বেড়েছে আরও বেশি।

মিরপুরের পিচের কালো মাটি এবং বাড়তি স্পিন নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। আধুনিক ক্রিকেটে এমন স্পিননির্ভর পিচ কতটা বেমানান সেসব নিয়েও কথা উঠছে। এদিকে, এমন পিচের ছক কষতে গিয়ে বিরল রেকর্ডই গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ! একাদশ নির্বাচনের ক্ষেত্রেই রেকর্ড!

বাংলাদেশ আজ চারজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে মাত্র একজন পেসার নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল সেই ২০২২ সালের জুলাইয়ে। সেটাও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই!

বিজ্ঞাপন

অপর দিকে ওয়েস্ট ইন্ডিজও আজ চারজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। শুধু তাই নয়, দুই স্পিনারকে দিয়ে আজ বোলিং ইনিংস শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ইতিহাসে ওয়ানডেতে আগে কখনোই এমনটা করেনি ওয়েস্ট ইন্ডিজ।

শুধুমাত্র স্পিনারদের দিয়েই পাওয়ার প্লে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, এটিও রেকর্ড! অতীতে কখনোই শুধুমাত্র স্পিনারদের দিয়ে পাওয়ার প্লে শেষ করেনি ওয়েস্ট ইন্ডিজ।

স্পিনারদের খেলায় ম্যাচ আগে ব্যাটিং করতে নেমে স্পিনের বিপক্ষেই ভুগছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৪১। এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া ছয় উইকেটই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর