বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের খেলা চলছে। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ জিতলে সিরিজ জয় নিশ্চিত অপর দিকে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই। এই ম্যাচে এমন এক বিশ্বরেকর্ড হলো যা ভাঙার সম্ভবনা নেই!
মিরপুরের স্পিন নির্ভর পিচ নিয়ে সমালোচনা অনেক দিনের। চলতি সিরিজে সেটা আরও বেড়েছে। মিরপুরে পিচের কালো মাটি, স্পিনারদের রাজত্ব, বাড়তি বাউন্স-স্পিন নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এর মধ্যেই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
আজ ম্যাচের ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ! ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অতীতে এমন ঘটনা আগে ঘটেনি। এই বিশ্বরেকর্ড কোনো দলের পক্ষে ভাঙাও সম্ভব নয়।
ওয়ানডে ক্রিকেটই হয় ৫০ ওভারে, আর পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ এই রেকর্ডে ভাগ বসাতে পারবে কোনো দল, কিন্তু রেকর্ড ভাঙা সম্ভব নয়।
মিরপুরের পিচে স্পিন রাজত্বের মধ্যে আগে ব্যাটিং করতে নেমে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। স্পিন পিচে উইকেট না হারিয়ে ক্রিজে পরে থাকাতে চেয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। সেটাও পারেননি বেশিরভাগ ব্যাটার।
শেষ দিকে লেগস্পিনার রিশাদ হোসেন ১৪ বলে ৩৯ রানের একটা ঝড়ো ইনিংস খেললেন বলেই দুইশ পেরুতে পেরেছে বাংলাদেশ। এছাড়া সৌম্য সরকার ৮৯ বলে ৪৫ ও মেহেদি হাসান মিরাজ ৫৮ বলে ৩২ রান করেন।