Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-মাশরাফিকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন রিশাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২০:১৫

সময়টা এখন রিশাদ হোসেনের! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে গত পরশু একাই ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন। আজ ব্যাট হাতে ঝড় তুললেন রিশাদ। তাতে রেকর্ড বুক ওলট-পালট!

মিরপুরের স্পিন রাজত্বের পিচে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে তেঁড়েফুঁড়ে খেলতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। কিন্তু রিশাদ ছিলেন ব্যতিক্রম। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৪ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশি লেগস্পিনার। তার ইনিংসে চারের মার ৩টি, ছক্কাও ৩টি। রিশাদ ব্যাটিং করেছেন ২৭৮.৫৭ স্ট্রাইকরেটে, যা রেকর্ড।

ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অন্তত ১০ বল খেলেছেন এমন ইনিংসগুলোর মধ্যে রিশাদের এই ইনিংসটির স্ট্রাইকরেটই সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল যৌথভাবে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার দখলে।

বিজ্ঞাপন

২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাত্র ১৬ বলে ৪৪ রান করেছিলেন মাশরাফি, স্ট্রাইকরেট ২৭৮। ২০১৪ সালের এশিয়া কাপে সাকিব আল হাসানও পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে করেন ৪৪ রান। স্ট্রাইকরেট সেই ২৭৮-ই। এতোদিন এই দুটি ইনিংসই ছিল বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংস। আজ তাদের ছাড়িয়ে গেলেন রিশাদ।

আজ ৪৬ তম রিশাদ হোসেন যখন ব্যাটিং করতে নামেন বাংলাদেশের রান তখন কেবল ১৬৩। মনে হচ্ছিল দুইশ বুঝি হবে না। সেখান থেকে রিশাদের ব্যাটে ঝড়। ৩টি করে চার-ছয় হাঁকিয়ে দলকে শক্ত সংগ্রহ এনে দিয়েছেন তরুণ লেগস্পিনার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর